
চট্টগ্রাম প্রতিনিধিঃ
৪র্থ বারের মত “উষ্ণতা আসবে শীতার্ত হাসবে” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার অসহায় শীতার্ত মানুষগুলোর মাঝে কম্বল বিতরণ করে উৎসাহ সামাজিক সংগঠন। এতে উপস্থিত ছিলেন চর রাজিবপুরের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিউল সফি, রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আকন্দ মোঃ আল আমিন, এশিয়ার টেলিভিশনের রিপোর্টার মোঃ মুরাদুল হাসান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিম উৎসাহ এর এডমিন মোহাম্মদ ইসরাফিল, জিসান আহমেদ স্বাধীন, ফয়সাল চৌধুরী, মোঃ নিহাল সাদ্দাম। দিনাজপুর টিমের লিডার মিজানুর রহমান মিজু ও সাকিব মিফতাহ্। স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিরু, রতন, কিরণ, বেলাল, সুজন, বাবলু, শামিম, আশরাফুল, রেজাসহ প্রমুখ।