
আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চিটাগাং মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশন’র কার্যকরী পরিষদের জরুরী সভা গত ৬ জানুয়ারী চট্টগ্রাম নগরীর হোটেল রিজেন্ট পার্কে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চিটাগাং মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মনছুর আলম চৌধুরী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামশুল আলম, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, চিটাগাং মেট্রোপলিটন সপ ওনার্স এসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো: আবুল কাশেম, মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক পাটোয়ারী, মো: সরওয়ার উদ্দিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মো: ফরিদ উদ্দিন, মো: কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন লিটন, সহ-প্রচার সম্পাদক মো: মহিউদ্দিন, মুজিবুর রহমান, তৌহিদুল আলম, ইমরানুল হক সাইদ প্রমুখ। চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে ভ্যাট সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনার এর সঙ্গে মতবিনিময়ে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটের প্রতিনিধিগণ ভ্যাট বিষয়ে বক্তব্য তুলে ধরেন। এতে আগামী ৯ জানুয়ারী ২০২০ইং বৃহস্পতিবার বিকাল ২.৩০ মিনিটে ওয়াল্ড ট্রেড সেন্টার বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আগ্রাবাদ, চট্টগ্রামে ব্যবসায়ীদেরকে নিয়ে ভ্যাট বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনারেট এনামুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন বিনীত আহ্বান জানান।