
এম এ মান্নানঃ
চট্টগ্রামের কাফকো এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯জানুয়ারি হওয়ার তফসিল ঘোষণা করেছিল ১লা জানুয়ারি। ৭জানুয়ারি মঙ্গলবার মনোয়ন পত্র বিতরনের দিন ধার্য্য ছিল।নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সভাপতি পদে ২জন প্রার্থী মনোয়ন পত্র সংগ্রহ করেছেন।এর মধ্যে বর্তমান সভাপতি ও কাফকো শ্রমিক নেতা এইচ এম ওসমান গণি রাসেল ও শ্রমিক নেতা মো: জসিম উদ্দিন। এনির্বাচনকে কেন্দ্র করে একদিকে কিছু ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিলেও অপরদিকে আর কিছু কিছু ভোটারেরা ৫জানুয়ারি রোববারের সংগঠিত মারধরের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ৫জানুয়ারি রোববারের মারধরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন বলেও জানা যায়।এমনকি সোমবারে কিছু কিছু পত্রিকায়ও প্রকাশিত হয় বলে জানা যায়। ৭জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বর্তমান সভাপতি এইচ এম ওসমান গনি রাসেল তার কর্মী সমর্থকদের নিয়ে মনোয়ন পত্র সংগ্রহ করতে আসেন।মনোয়ন ফরম সংগ্রহ করে চলে যাওয়ার সময় সাংবাদিকরা নির্বাচন নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদেরকে জানান, নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে। হুমকী, ধমকী ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান। এমনকি ৬জানুয়ারি সোমবার তাকে অবরোদ্ধ করে রেখেছিল বলেও জানান। তিনি বলেন নির্বাচন সুষ্ঠু হলে, ভোটারেরা তাদের ভোটাধীকার যথাযথভাবে প্রয়োগ করতে পারলে তার বিজয় সু-নিশ্চিত বলে জানান। তিনি নির্বাচন নিয়ে সিরিয়াসলি সন্দেহে আছেন বলে জানান,নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় অনিবার্য- ইনশাল্লাহ। তিনি আরো বলেন,তাকে নির্বাচন থেকে হঠিয়ে দেওয়ার জন্য যে হুমকী দেওয়া হয়েছে এবং অবরোদ্ধ করে রেখেছিল তার জন্য প্রশাসনের নিকট লিখিত অভিযোগ আকারে জানানো হয়েছে বলে জানান। তিনি এনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাছিনা, আমার রাজনৈতিক অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়, প্রশাসন,প্রার্থী ভোটার ও সাংবাদিকসহ সবার সহযোগীতা কামনা করেছেন বলে জানান। একই দিন কাফকো সভাপতি নির্বাচন করার জন্য শ্রমিক নেতা মো:জসিম উদ্দিন বিকাল সাড়ে ৩টার দিকে তার কর্মী সমর্থকদের নিয়ে মনোয়ন ফরম সংগ্রহ করেন। এব্যাপারে শ্রমিক নেতা মো:জসিম উদ্দিন মোবাইল ফোনে আমাদের প্রতিনিধি কে জানান নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তার সামর্থ্য অনুযায়ী যা যা করতে হয় তা সব করবে বলে জানান।এমনকি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে পরামর্শ করে যা যা করে করতে তাও করতে প্রস্তুত বলে জানান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় শতভাগ নিশ্চিত বলে জানান।আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরাজয় হলে পরাজয় মেনে নেবে বলে জানান।তিনি নির্বাচনে কোন সমস্যা হবেনা, নির্বাচন সুষ্ঠু হবে বলে জানান।