কাপ্তাই প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারী) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি স্হাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপজেলা আ'লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, তথ্য কর্মকর্তা মো: হারুন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিল্পি- সাহিত্যক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। এর আগে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রজেক্টের মাধ্যমে জাতীয় প্যারেড স্কোয়ার হতে ক্ষণগণনার অনুষ্ঠান দেখানো হয়।