সকালের বার্তা ডেস্কঃ
বর্তমান সরকারের দেশ পরিচালনা র উপর এক জরিফে দেখা যায় ৫১ শতাংশ নাগরিক সরকারের সব কার্যকালাপের উপর সন্তুষ্টি মত প্রকাশ করেছেন। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবার ও বর্তমান সরকারকে নির্বাচিত করার অঙ্গিকার করছেন। সাধারন মানুষ মনে করেন দেশে বর্তমান সরকার রাস্তা ঘাট, কল কারখানা, সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদক নির্মুলে বলিষ্ট ভূমিকা রেখেছেন।