
বিশু তনচংগ্যা
ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে এবং সেদিকে সকলেই প্রযুক্তি সুবিধা ভোগী হওয়া অবশ্যক। দেশের এমন প্রত্যন্ত দুর্গম এলাকায় যেখানে বিদ্যুতের সংযোগ ও সুবিধা নেই সেসব এলাকার গরীব দুঃখী পরিবার থেকে শুরু করে স্কুল-কলেজ,বিহার, মন্দির মসজিদ সকল প্রতিষ্ঠানের জন্য সৌর বিদ্যুতিক সুবিধা দিয়ে যাচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার কাপ্তাই রাইখালী ইউনিয়নস্থ তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক এক শিক্ষা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান বাবু সায়ামং মারমা। এসময় তিনি নব নির্মিত বিদ্যালয় ভবনের দেয়াল নির্মাণের স্থান পরিদর্শন করে দেখেন এবং আগামী অর্থবছরের বরাদ্দ (ইউ পি) হতে একটি সোলার প্যানেলসহ বিদ্যালয়ের সকল শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ড্রেস প্রদান করার কথা দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রহেন্দ্র তনচংগ্যার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবিন্দু তনচংগ্যা জানান- এই বিদ্যালয়ের অনেক গরীব অসহায় পরিবারের ছেলে-মেয়ে পড়া লিখা করতে আসে যেখানে তারা সংসারের অনেক সমস্যা ও সংগ্রামের সাথে জড়িত এবং তিনি বিদ্যালয়ের জন্য একটি সৌরবিদ্যুৎ দাবি জানান। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু পুচিংমং মারমা, সাংবাদিক বিশু তনচংগ্যা, স্থানীয় কার্বারীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ।