মহেশপুরে ২০৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ।

নিজস্ব প্রতিবেদক

 

শহিদুল ইসলাম মহেশপুরঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রাম থেকে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬। গত বুধবার (১৫ জানুয়ারি ২০২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকশদল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাঘাডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সীমান্তর্তী বাঘাডাঙ্গা গ্রামের ডালিম এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাঘাডাঙ্গা হইতে নেপা গামী পাকা রাস্তার উপর থেকে নুর ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৮) ও আমিরুল মোল্লার ছেলে আলামিন রহমান (২০) উভয় সাং- বাঘাডাঙ্গা,থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে ২০৭ বোতল ফেন্সিডিল,০৪ টি মোবাইল সেট ও ০৪ টি সীম কার্ড উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত