কাপ্তাই প্রতিনিধি:
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া শিক্ষা উন্নয়ন সংঘের উদ্যোগে এলাকার জেএসসি ও পিএসসিতে জিপিএ - ৫ এবং একাদশ হতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার(১৭ জানুয়ারী) বিকেলে বড়ইছড়ি মারমা পাড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন রাজস্হলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য থোয়াইজ মারমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাংগামাটি আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্যচিং মারম,
সংগঠনের প্রধান উপদেষ্টা অংসাখই কার্বারী, সাবেক ইউপি সদস্য আপাই মারমা। অনুষ্ঠানে অতিথিরা এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড, তাই শিক্ষার্থীদের প্রতিটি কর্মকান্ডে উৎসাহ প্রদান করলে তারা অনুপ্রাণিত হবে। পরে স্হানীয় এবং আমন্ত্রিত শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।