টেকনাফে বিজিবি’র সাথে গোলাগুলিতে রোহিঙ্গা মাদক কারবারী নিহত

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদীর কিনারায় বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় মোঃ আইয়াছ(২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বল্ক-ডি/৪ শরনার্থী শিবির(২) এর বাসিন্দা মোঃ জামাল হোসেনের ছেলে।  এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে   অস্ত্র,গুলি উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, ১৯ জানুয়ারি ভোররাতে  মিয়ানমার (লালদ্বীপ) হয়ে নৌকা যোগে মাদক পাচারে জড়িত বেশ কয়েক জন অপরাধী নাফনদী জাদিমুড়া শেকলঘেড়া সীমানা অতিক্রম করার সময় বিজিবি তাদের চ্যালেন্জ করলে নৌকাতে থাকা মাদক পাচারকারী বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষণ শুরু করে। এতে বিজিবির ৩ সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নৌকায় থাকা ৩/৪ জন মাদক পাচারকারী সু-কৌশলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষন পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এব্যাপারে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খাঁন জানান, হ্নীলা জাদিমুড়া নাফনদী শেকলঘেড়া সীমান্তে মাদক কারবারীদের সাথে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মাদক কারবারী আয়াছ নিহত হয়েছেন এবং ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি অস্ত্র,১টি কার্তুজ,১টি গুলির খালীখোসা, এবং ৬ কোটি,৬০ লাখ টাকা মুল্যমানের ২ লক্ষ,২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত