
আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধি:
রাঙ্গুনিয়া মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছাদেকুন নুর সিকদার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র, কলেজ গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগ নেতা আলহাজ্ব মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বেসরকারি কারা পরিদর্শক আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নাজিম উদ্দিন, মো. ইফতেখার হেসেন, মো. ইস্কান্দর, নজরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিন তালুকদার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ,সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, শিক্ষানুরাগী মোজাম্মেল হক, বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, শিক্ষানুরাগী জাফর ছালেক সিকদার, সিরাজুল করিম সিকদার, ইলিয়াছ শাহ, কোরবান আলী, মঞ্জু রানী বিশ্বাস প্রমুখ।