নিজস্ব প্রতিবেদক

 

মোস্তফা জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, স্মরণসভা সহ পৃথক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব সরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এম সাদেক চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী চৌধুরী ও শিক্ষক বিমল শীলের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।গত সোমবার ( ২০ জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মরহুম এম সাদেক চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরী (সাকা)’র বিপরীতে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সহ ছাত্রজীবন থেকে আওয়ামী পরিবারের বিভিন্ন স্তরে দুঃসময় থেকে দায়িত্বে ছিলেন। তিনি ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ১১ দফা, ৭০’র নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে সে সময়কার প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও উন্নয়নের প্রথম সারিতে থেকে আমৃত্যু নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৬ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম বহদ্দারহাঁটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম এম সাদেক চৌধুরী স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুস,জাহেদুল আলম চৌধুরী, আরিফ চৌধুরী, জসিম উদ্দীন শাহ, কাউছার নূর লিটন, মোবারক আলী, হালিম আব্দুল্লাহ, মাহমুদুল হাছান বাদশা, সৈয়দ মো. মুনছুর, খোরশেদ আলম সুজন, আহসান হাবীব, প্রধান শিক্ষক নুরুল আকতার, যুবলীগ নেতা মো. হোসেন, হাবিব উল্লাহ, মোহাম্মদ ইছমাইল, মাহবুব সিকদার, জাহাঙ্গীর আলম, দিদার হোসেন, মোহাম্মদ জামাল, মজিম আল দিন, দেলোয়ার হোসেন, হাছান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, খোরশেদ আলম, আবু তালেব সানি, মোহাম্মদ সারেক, , মো. সবুজ, মো. সাকিব, মো. রায়হান, মো. সাহেদ প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত