চট্টগ্রাম সিনেমা প্যালেস ইসলামিয়া সিটি কনভেনশন হল নতুন আঙ্গিকে শুভ উদ্ভাধন।

নিজস্ব প্রতিবেদক

আজম খানঃ

আজ ২৩ই জানুয়ারী, রোজঃবৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় চট্রগ্রাম মহানগর কে,সি,দে রোড,   সিনেমা প্যালেস কোতোয়ালী থানা এলাকাধীন ইত্যাবাহী চট্টগ্রাম  ইসলামাবাদ নামানুসারে সম্পূর্ণ  নতুন আঙ্গিকে একটি অত্যাধুনিক কমিউনিটি সেন্টার জাঁকজমক পুর্নভাবে আবারো শুভ উদ্ভোধন হয়েছে। উক্ত শুভ উদ্ভোধনীয় অনুষ্ঠানে শুভ উদ্ভোধক হিসাবে উপস্হিত ছিলেন, দি চিটাগং চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মাহাবুবু আলম সাহেব। ইসলামিয়া সিটি কনভেনশন হল এর স্বাত্বধিকারী বীরমুক্তিযোদ্ধা,মরহুর নুর মোহাম্মদ সওদাগর। ব্যবস্তাপনা পরিচালক আলমগীর নুর। এতে চট্রগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক,সমাজিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত