সানোয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ

এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’ স্লোগান নিয়ে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্র পরিষদের পূনর্মিলনী অনুষ্ঠান। সকাল দশটায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বিএসসি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ২৪ জানুয়ারী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পড়ে আলোচনা সভা শুরু করে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী। এরপর প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শফিকুল হাসান আজাদের সভাপতিত্বে জানে আলম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা সানোয়ারা বেগম ।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মজিবুর রহমান, আলহাজ্ব জাহেদুল ইসলাম, শাকিল জাহান, আলহাজ্ব নাজমুল হক নজু, আবুল মনছুর প্রধান শিক্ষক, মোর্শেদ,মোকাবর, রনি, সাফায়েত, রিয়াদ, আলমগীর প্রমুখ। সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, তিনি বলেন, যেইটা লিখবে তারিখটা দিয়ে রাখবে আর লিখতে লিখতে এিশ বছর লিখো দেখবে একদিন এিশ বছরে যেইটা লিখেছো সেইটা তোমার চোখের সামনে ভাসছে,আর পড়ার কোনো বিকল্প নেই তাঁর জন্য স্কুল ও কলেজে লাইব্রেরী করা হয়েছে,আর যত পড়বে তত শিক্ষা গ্রহণ করবে। আলোচনা সভা শেষে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দুপুরে খাবার শেষে দ্বিতীয় পর্বে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত