
ইব্রাহীম হোসাইন নাঈম , নাটার প্রতিনিধিঃ
উত্তরবঙ্গর গাপালপুর নর্থ বঙ্গল সুগার মিলস্ লিঃ এর শ্রমিক ইউনিয়নর দ্বী-বার্ষিক নির্বাচন সভাপতি পদ গালাম কাওছার ও সাধারণ সম্পাদক পদ দলায়ার হাসন পিটু নির্বাচিত হয়ছ। বৃহস্পতিবার নর্থ বঙ্গল সুগার মিলস্ হাই স্কুল সকাল ৮ঘটিকা থেকে বিকল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচন মাট ভোটার সংখ্যা ছিলন ৮৩৬জন। ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদ গালাম কাওছার ছাতা মার্কায় ৮৭৫টি এবং সাধারণ সম্পাদক পদ দেলায়ার হাসন পিটু আম মার্কায় ২২৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়ছন। এছাড়াও সহ-সভাপতি চাদু মিয়া সহ অন্যান্য পদ নির্বাচিত হয়ছেন নাহিদুজ্জামান, মমিনুল ইসলাম, শাজাহান আলী, আনায়ার হাসন, শাহদ আলম, এমদাদুল হক, মাসুদ রানা, সটু মিয়া, হযরত আলী, আতিয়ার রহমান, মীর আঃ মুকিত, ইসলাম হাসন, জাহদুল ইসলাম প্রমূখ।