
আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর শিক্ষার্থীদের বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি শিক্ষায় আকৃষ্ট করতে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর)’র আয়োজনে চট্টগ্রামে তিনদিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তিমেলা ২০২০ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ জানুয়ারি) সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে । চট্টগ্রামের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা শতাধিক প্রকল্প নিয়ে এ মেলায় অংশ নিয়েছে। পরিবেশ দূষণ, উপকূলীয় বেড়িবাঁধ রক্ষা, নদীভাঙ্গন রোধ, পানি পরিশোধন, স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনসহ সমসাময়িক সমস্যা সমাধানের কৌশল নিয়ে উদ্ভাবিত প্রযুক্তি মেলায় উপস্থাপন করছেন ক্ষুদে বিজ্ঞানীরা।
এতে চট্টগ্রামের স্বনামধন্য সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় ৮ টি স্টলে ২১ টি প্রজেক্ট অংশগ্রহণ করে, প্রজেক্ট এর মান শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাধারাকে উজ্জ্বিত করার লক্ষ্যে দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও বৈজ্ঞানিক উৎকর্ষতা, চিন্তাচেতনায় বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় বিচারকমন্ডলীর প্রদত্ত ফলাফলে ভিত্তিতে উল্লেখিত সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ট হিসেবে ঘোষণা করেন।