
বিশু তনচংগ্যা
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগড় পাড়া যুব সমাজের উদ্যোগে ও রাইখালী ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ফুটবল মিনি গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কারিগর পাড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এই টুর্নামেন্ট এর উদ্বোধন করেন রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা। । টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ইউপি সদস্য মংচিং মার্মার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইখালী ইউপির সদস্যা মিসেস মাসানু মারমা, সাংবাদিক বিশু তনচংগ্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত উদ্ভোধনী ম্যাচে প্রধান অতিথি বক্তব্যে সায়ামং মারমা বলেন বর্তমান সমাজে এমন ফুটবল ক্রীড়া বিভিন্ন খেলাধুলার প্রতি প্রজম্ম সমাজে গুরুত্ব কমে যাচ্ছে তাই তিনি সকলকে এমন ক্রীড়া খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে সামাজিকভাবেও এগিয়ে যাওয়ার আহব্বান জানান। উক্ত মিনি ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে রাইখালী ইউনিয়নের কালামাশ্যা, ফুলতলী পাড়া,ফ্রেন্ড সার্কেল একতা সংঘ (বিশু ক্লাব), পানছড়ি দুৃরন্ত সংঘ, কারিগড়পাড়া মোট ১০টি দল অংশগ্রহন করে।