চট্টগ্রাম জেলার মিরশ্বরাই উপজেলার ৫ নং ওচমান পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কানুনগো পাড়া সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস বিশিষ্ট মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকাস্হ ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এইচডিইউতে (হাই ডিপেন ডেন্সি ইউনিট) রয়েছেন। তিনি গত ২ সাপ্তাহ ধরে হৃদপৃন্ডের সমস্যা জনিত রোগে ভুগছিলন।এই ছাড়া ও দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন। চিকিৎসক দের পরামর্শে আগামী কাল বুধবার ২৯/১/২০ ঢাকাস্হ ইউনাইটেড হাসপাতালে হৃদপৃন্ডের বাই পাস সার্জারী করা হবে।হুমায়ুন কবিরের এক মাত্র সন্তান রাহাদ কবির মেনন
ও শ্যালক"আজকের কর্ণফুলীর"সম্পাদক সাংবাদিক কবি ও লেথক মোঃ কামরুল ইসলাম সহ পরিবারের সকলেই বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের আশু সুস্হ তার জন্য দেশবাসী সহ সকলের নিকট দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
(প্রেস বিজ্ঞপ্তি)