অবশেষে পুলিশের হাতে আটক হলো কাপ্তাইয়ের ইয়াবা সম্রাট মাঈনুদ্দীন।

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারী) মধ্য রাত প্রায় ২টায় পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে ইয়াবা সম্রাট ও পেশাদার ব্যবসায়ী মাঈন উদ্দিন প্রকাশ মাঈনুদ্দীন (৩২)’কে আটক করেন কাপ্তাই থানা পুলিশ। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত প্রায় ২’টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় মালেক ফকিরের ছেলে কুখ্যাত ইয়াবা সম্রাট ও পেশাপাদার ব্যবসায়ী মাঈন উদ্দিনকে ৩২ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। কাপ্তাই থানার এসআই গাজী মোহাম্মদ মোরশেদ আলম, এএসআই মাসুম বেপারী, এএসআই জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় তাকে আটক করা হয়। মাঈন উদ্দিন একাধীক মামলার আসামী বলেও জানান তিনি। এদিকে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে (মঙ্গলবার) দুপুরে তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয় ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত