আজকের কর্ণফুলী ডেস্কঃ
গতকাল ২৮ শে জানুয়ারী মঙ্গলবার বিকাল তিন টায় নগরীর কদমতলীস্থ চট্টগ্রাম সাংবাদিক ফোরামের অস্থায়ী কায্যালয়ে চট্টগ্রাম সাংবাদিক এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের আহবায়ক শিব্বির আহম্মদ ওসমান চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠতা সভাপতি ও সম্পাদক সহ সবাই কে অভিনন্দন জানান সুন্দর একটা সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য। এ সময় তিনি আরো চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সকল সদস্যদের বিপদ ও সমস্যার মুহুতে সবাইকে সহযোগীতার হাত
বাড়ানোর আহবান জানান। এরি সাথে তিনি পরস্পর পরস্পরের একি পরিবারের সন্তান হিসেবে কাধে কাধ মিলিযে সংগঠনকে এগিযে নেওযার পাশাপাশি নিজের পরিচ্ছন্ন সাংবাদিক হিসাবে গড়ে তুলতে বলেন। একিসাথে তিনি চট্টগ্রাম সাংবাদিক ফোরামকে একটি পরিচ্ছন্ন সাংবাদিক সংগঠন
হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছেলেন দোয়েল টিভি ও সকালের বার্তা র প্রকাশক এবং সম্পাদক রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীসহ সাংবাদিক ফোরামের সদস্যাবৃন্দ। সাংবাদিক কামাল উদ্দিন এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক চৌধুরী মুহাম্মাদ রিপন, রফিকুল ইসলাম, তানভীর
আহমেদ, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন মজুমদার
আজম খান, নুরু উদ্দিন, আফরোজা বেগম জলি, মো সাগর প্রমুখ।