আজম খান বার্তা সম্পাদকঃ
#কালুরঘাট তৈয়্যবিয়া তাহেরিয়া দরসে নেজামী মাদ্রাসায় আজ ২৯ই জানুয়ারী,২০২০ই রোজঃ বুধুবার সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । এতে প্রধান অথিতি ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে সবক ও দস্তারে ফজিলত প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হযরতুল্লামা আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী (মা. জি. আ.) এবং বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী (মা. জি. আ)।মাওলানা মুহাম্মদ গিয়াসুদ্দীন কাদেরীর সঞ্চালনায় পবিত্র কুরঅান তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা কমিটির এডিশনাল সেক্রেটারি,বিশিষ্ট সমাজ সেবক,জনাব অাশেক রসুল খান বাবু। এতে উপস্থিত ছিলেন -মাদরাসার পরিচালনা পর্ষদের সম্মানিত অর্থ-সম্পাদক ইঞ্জিনিয়ার আলী অাকবর , মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুহাম্মদ বোরহান উদদীন,মাওলানা হাফেজ ফোরকান রাব্বানি,মাওলানা সাদ্দাম হোসেন কাদেরী, মাওলানা আবু বকর সিদ্দিক, হেফজ বিভাগের প্রধান মাওলানা মুহাম্মদ ইদ্রিস ও মাওলানা মুহাম্মদ অারিফুল হক মিয়াজী প্রমুখ। এতে অারো উপস্থিতি ছিলেন- গাউসিয়া কমিটির বাংলাদেশ ৫নং মোহরার যুগ্ম-সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিব,দপ্তর-সম্পাদক সম্পাদক মুহাম্মদ অাজাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অথিতি জামেয়ার অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন -মাশায়েখ হযরাতের অন্তদৃষ্টি অারশ পর্যন্ত নিবদ্ধ,তারাঁ যা কিছু বলেন লওহে মাহফুজ হতে দেখেন। বর্তমানে প্রকৃত অালেমদ্বিন হতে হলে দরসে নেযামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনিস্বীকার্য। তাই শিক্ষার্থীদের উচিত সুবর্ণ এ সুযোগ কাজে লাগিয়ে অান্তরিকতার সাথে দরস গ্রহন করে প্রকৃত বা-আমল অালেমেদ্বীন হয়ে দেশ মাযহাব-মিল্লাতের খেদমত করা।পরে মিলাদ-কিয়াম দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্টান সমাপ্ত হয়।