
কক্সবাজারের টেকনাফে মডেল মসজিদ নির্মানের জন্য নিজস্ব মালিকানার ৪০শতক নিস্কন্ঠক জমি দান করলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে সারাদেশে প্রতি উপজেলায় মডেল মসজিদ নির্মান কাজ শুরু হয়েছে।সেই মসজিদের জমি মহান আল্লাহ্কে রাজি খুশী করার মহৎ নিয়তে ইসালী সওয়াবের জন্য টেকনাফের চৌধুরী পাড়া নিজ বাসভবনের সন্নিকটে যোগাযোগ ব্যবস্থা সুবিধা ও মনোরম পরিবেশসম্মত নিজস্ব মালিকানার এই ৪০শতক জমি আল্লাহর ঘর পবিত্র মসজিদ নির্মানের জন্য দান করেন তিনি।বুধবার ২৯ জানুয়ারি টেকনাফ রেজিস্ট্রি অফিসে মসজিদের নামে উক্ত জমির প্রয়োজনীয় কাগজে সই সাক্ষর সম্পন্ন করেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি। এসময় উপস্থিত ছিলেন টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়ার মুহতামিম বিশিষ্ট আলেম মুফতি কিফায়তুল্লাহ শফিক।আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সারওয়ার আলম।টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।