
কাপ্তাইপ্রতিনিধিঃ
কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এলাকা হতে ফাঁকাগুলি চালিয়ে বন বিভাগের টহল দল গভীর রাতে ১৯৩৯ সনের সৃজিত হরিণ ছড়া নামক সেগুন বাগান হতে তিনজন বনদস্যুকে আটক করেছে। খালের মুখ বিট কর্মকর্তা মনিরুল ইসলাম আনসারী জানান,রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমার নেতৃত্বে কর্ণফুলী বিট কর্মকর্তা শাহিন মিয়া ও বনরক্ষীসহ (বৃহস্পতিবার) গভীর রাতে টহল দিয়ে গাছ কাটা অবস্থায় দূর্ধষ ও সন্ত্রাসী প্রকৃতির মোঃ বাচচা মিয়া ছেলে জাহাঙ্গীর আলম(৩২), আবুল হাসেমের ছেলে, মোজাহারুল ইসলাম(২৬) ও মানিরন তংচংঙ্গ্যার ছেলে দিলিপ তংচংগ্যা(৩৫) উভয় সাং রাইখালী,রাঙ্গুনিয়া এদের তিন জনকে ২৬ টুকরা পরিমান ৮৫ ঘনফুট সেগুন কাঠ ও গাছ কাটার করাত সহ পিছু ধাওয়া করে এ তিন জনক আটক করা হয়। এদের বিরুদ্ধধে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল আদালতে বন আইনে মামলা দায়ের করা হয় বলে বিট কর্মকর্তা জানান।।