কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে রাইখালীতে তিনছড়ি তনচংগ্যা পাড়ার মৃত জীবন তনচংগ্যার মেয়ে সনিতা তনচংগ্যা(20) (প্রকাশ) সনজিতা গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। পারিবারিক সু্ত্রে তাহার স্বামী দেবেশ চাকমা জানান- গত শুক্রবার আমি রাঙ্গামাটি রাজবন বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানে যায়। বিকালে রাঙ্গামাটি থেকে ফিরে এসে স্ত্রী কে বাড়িতে না পেয়ে পার্শ্ববর্তী আত্মীয় বাড়িতে খুঁজাখুজি করে কোথাও পাওয়া যায় নি। তিন বছর বয়সী ছেলে প্রশান্ত চাকমাকে শ্বাশুর বাড়িতে পায়। পরবর্তী দিনে অন্য এলাকায় খোঁজ নিয়ে দেখলেও কোন সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে চন্দ্রঘোনা থানাকে অবগত করা হলে চন্দ্রঘোনা থানার সূত্রে অজ্ঞাত মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিনীকে কোথাও সন্ধান পেলে সরাসরি 01851255693 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান স্বামী দেবেশ চাকমা।