রাঙ্গুনিয়া সরফভাটা সিকদার পাড়ায় ট্রাক সি এন জির সংঘর্ষে  আহত তিনজন

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনীয়া হতে ফিরে কামাল হোসেনঃ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় লোহা বোঝয় ট্রাক এবং যাত্রীবাহী সি এন জি টেক্সির মুখোমুখী সংঘর্ষে দুই মহিলা যাত্রী সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঘঠিকায় এ ঘঠনাটি ঘঠে। স্থানীয় জন সুত্রে জানাযায় বেপরুয়া গতিতে আসা চট্টমেট্রো ড ০২০০১৭ ট্রাকটি সি এন জি টেক্সিকে ধাক্কা দিলে সি এন জি টেক্সির ভিতরে থাকা ৩ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত