বাছাই পর্ব শেষ পর্যায়ে, এমপিও ছাড় চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ব্যুরো অফিসঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও এমপিও তথ্য যাচাই-বাছাই কমিটির সদস্য অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে পারবো।’ যাচাই-বাছাই চূড়ান্ত করা ফাইল অনুমোদন করবেন সচিব, উপমন্ত্রী ও মন্ত্রী। এরপর প্রতিষ্ঠানের এমপিও ছাড়ের আদেশ জারি হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও যাচাই-বাছাই শেষ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যাচাই-বাছাই কমিটির সদস্য ও কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (ভোকেশনাল) কবির আল আসাদ বলেন, ‘যাচাই-বাছাই শেষ হয়েছে। মন্ত্রী অনুমতি দিলে ফাইল উপস্থাপন করা হবে। একদিনের মধ্যেই সব কাজ শেষ করা যাবে। ’দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এমপিওভুক্তির আদেশে বলা ছিল—যেসব তথ্যের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেসব তথ্য ভুল বা অসত্য প্রমাণ হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তথ্যের সঠিকতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও আদেশ কার্যকর হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত