প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
নবাবগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মামুনুররশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ইউনিয়ন পর্যায়ে উপজেলার ৯ ইউনিয়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিউল আলম, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, মোঃ তোফায়েল আহম্মেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.