সীতাকুণ্ড জগল সলিমপুর ২৪ হাজার ভূমিহীন পরিবারকে স্থায়ী বন্দোবস্তির দাবিতে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম জঙ্গল সলিমপুর বসাবাসরত ২৪ হাজার অসহায়, ভূমিহীন পরিবারকে স্হায়ী বন্দোবস্তি দাবীতে ৭ফেব্রুয়ারী ছাদেকুর রহমিনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক কাজী মশিউর রহমানের পরিচালনায়। এস এম পাইল্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩টায় লাক্ষ মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । ছিন্নমূলে বসাবাসকারী নদী ভাংঙা অসহায় এ নিরিহ মানুষগুলো কোন জায়গায় স্হান না পেয়ে জঙ্গল সলিমপুরকে বাসযোগ্য করে গড়ে তুলে ২০ বছর যাবদ বসাবাস করে আসছেন। তবে একটি মহল এ বস্তিবাসীদের উচ্ছেদ করার লক্ষে দীর্ঘদিন যাবদ পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ । বক্তারা বলেন, এদেশে ১১ লক্ষ রোহিঙ্গারা যদি বাসস্হান, শিক্ষা ও চিকিৎসা পেতে পারে তাহলে ছিন্নমূলের বস্তিবাসী এদেশে জন্মগ্রহণ করে কেন স্হায়ী বন্দোবস্তি পাবে না ? । এতে প্রধান অতিথি ছিলেন- আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম ৪- সংসদ সদস্য। তিনি বলেন সরকারের উন্নয়নেে জোয়ার দেখে একটি দল প্রতিহিংসা রাজনীতি করছে। এই এলাকা উন্নয়ন করতে হইলে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আপনার রিগ্যাল ভাবে আসুন আমি আপনাদের পাশে থাকবো। বিশেষ অতিথি আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা সন্ত্রাসী ও মাদক ব্যবস্হায়ীদের কোন দল নাই। তাদের সাথে কোন আপোষ নেই, কাঁধে কাঁধ রেখে দেশের উন্নয়নের বাস্তবায়নে সরকারকে শক্তিশালী করার আহবান জানান। বিশেষ অতিথি ড. জিনো বধী ভিক্ষু।ছিন্নমূল বস্তিবাসি সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বিভিন্ন দাবী তোলে ধরেন। জঙ্গল সলিমপুরে বসবাসরত ২৪ হাজার অসহায়, ভুমিহীন, পরিবারকে সরকারী মৌজামূল্যে সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তির ব্যবস্থা করা। জঙ্গল সলিমপুরে বসবাসরত প্রায় লক্ষ্যধিক অধীবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারীভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ব্যবস্থা করা। সলিমপুরে অবস্থিত অস্থায়ী পুলিশ-ফাঁড়িকে অবিলম্বে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পরিনত করা।সরকারি তালিকাভুক্ত করে ভোটারদের এনআইডি কার্ড সরবরাহ সহ প্রাপ্ত বয়স্কদের নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্তির ব্যবস্থা করা এবং অত্র এলাকায় বসবাসকারীদের জন্ম সনদ, মৃত্যু সনদ ও জাতীয় সনদ পত্র প্রাপ্তির সহজীকরণ করা।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভূমি সমস্যা সমাধান সহ এমপিও ভুক্তির করা এবং জঙ্গল সলিমপুর থেকে বায়েজিদ বোস্তামী ফৌজদারহাট বাইপাস রোডের সাথে সংযোগ সড়কটি সিডিএ এর মাধ্যমে উন্নয়ন সহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পানি সমস্যা সমাধানে গভীর নলকুপ স্থাপনের ব্যবস্থা। নেতৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ, উড়োচিঠি, মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রশাসনের মাধ্যমে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের ব্যবস্থা জোর দাবী জানান। আরো উপস্হিত ছিলেন ইসরাফিল, গোলাম গফুর মেম্বার, শাহ আলম হাওলাদার, শারমিন সুলতানা মিনু সহ স্হানীয় আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত