
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে পাঁচটি মামলার পলাতক আসামি মোহাম্মদ হারুনকে (২৭) ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদের ছেলে।
পুলিশের দাবি, তার কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র , ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ইয়াবা, অস্ত্র, হত্যা ও মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে।ওইসব মামলায় পলাতক সে আসামি।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে পুলিশ তাকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ।