চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাহাংগীর গোপন সংবাদ পেলে কতিপয় মাদক ব্যবসায়ী ৩টি মোটরসাইকেলযোগে বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে অগ্রসর হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল (ভারপ্রাপ্ত) জনাব মো: জাহাঙ্গীর এর নেতৃত্বে একদল অফিসার-ফোর্স চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন খরনার মুজাফরাবাদ এলাকায় মেসার্স নজরুল কোম্পানী এন্ড পাম্প লি: এর সামনে চেকপোস্ট স্থাপন করে আনুমানিক ০৫:২০ টায় সন্ধিগ্ধ মোটরসাইকেল ০৩টি কে থামার সংকেত দিলে অবস্থা বেগতিক দেখে তারা দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সুজুকি জিক্সার মোটরসাইকেল চট্ট-মেট্রো-ল-১২-০১৪৬ এবং ফেজার মোটরসাইকেল চট্ট-মেট্রো-ল-১৪-০৩৯৬ এর ০৪ জন আরোহীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ০৩ জন আরোহী অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীগণ হলেন-
১। মোজাম্মেল হক (৩০) পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-শরীফপুর, ১নং ওয়ার্ড, উজির আলী মুন্সি বাড়ী, ১৫নং শরীফপুর ইউপি, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, ২। মোঃ নুর নবী(২৪) পিতা-মোঃ শাহজাহান, সাং-শেখ তোলা, ২নং ওয়ার্ড, আব্দুল আজিজ সারেং বাড়ি, ১১নং মঘাদিয়া ইউপি, থানা-মীরসরাই জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ হাসমত কবির শাকিল(২১) পিতা-মোঃ হুমায়ন কবির, সাং-কালাপানিয়া, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-লাভলেইন আবেদনী কলোনী, নান্নু সাহেবের বাসা, কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম এবং ৪। জাহেদুল ইসলাম রাতুল(২২) পিতা-মোঃ ইব্রাহিম খলিল, সাং-সিংবাহুয়া, ৮নং ওয়ার্ড, ৮নং নোয়াখোলা ইউপি, আমজাদ মিজির বাড়ী, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, বর্তমানে দক্ষিণ বনশ্রী, কে-ব্লক, ১৮নং রোড, বাড়ি নং-১৬/১৭, রামপুরা, ঢাকা মর্মে প্রকাশ করে। ঘটনাস্থলে আগত স্থানীয় লোকজনের সম্মুখে ধৃত আসামীদের দেহ ও ব্যাগ তল্লাশী করে মোজাম্মেল হক, মোঃ নুর নবী ও মোঃ হাসমত কবির শাকিলের কাঁধে থাকা ব্যাগ হতে ৩৬,০০০ পিস এবং জাহেদুল ইসলাম রাতুল এর প্যান্টের পকেট হতে ৪,০০০ পিসসহ সর্বমোট ৪০,০০০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য-১,২০,০০,০০০/- টাকা) এবং ১,২০০ পাউন্ড (যুক্তরাজ্যের মুদ্রা) ও ৬টি মোবাইল সেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের সদস্য এবং তারা পলাতক সহযোগীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্ণিত মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করে থাকে মর্মে স্বীকার করে। জব্দকৃত ইয়াবা তারা চট্টগ্রাম মহানগর ও আশপাশ এলাকায় খদ্দেরদের নিকট সরবরাহ করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল মর্মে তথ্য দেয়। ধৃত আসামী ও তাদের পলাতক ৩ জন সহযোগীর বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং-০৯, তাং-০৯/০২/২০২০খ্রি: ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০ (গ)/৪১ রুজু করা হয়েছে।