টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নুরুল আমিন নিহত

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ জন স্থানীয় বাঙালি ডাকাত নিহত। ১০ ফেব্রুয়ারি আনুমানিক ০৩৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধিনস্থ নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্প হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোণে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ সংলগ্ন নুরালীপাড়া এলাকায় র‍্যাব-১৫ (সিপিসি-১), টেকনাফ এর টহল দলের সাথে স্থানীয় ৬/৭ জন ডাকাত দলের বন্দুকযুদ্ধ হয়। এ সময় স্থানীয় বাঙ্গালী ডাকাত মোঃ নূরুল ইসলাম আমিন প্রকাশ আমিন ডাকাত (৩২), পিতা মকতুল হোসেন, গ্ৰাম-লেদা নুরালীপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার নিহত হয় বলে জানা যায়। এ সময় র‍্যাব কর্তৃক ঘটনাস্থল হতে ১। ০১টি থ্রী কোয়াটার গান, ২। ০১টি ওয়ান শুটার গান, ৩। ০৪টি তাজা কার্তুজ, ৪। ০৩টি খালী খোসা, ৫। ০১টি মানি ব্যাগ, ৬। নগদ ১০০ টাকা, ৭। ০১টি মোবাইল, ৮। ১১টি মায়ানমার Mpt সীম এবং ৯। ০১টি টেলিটক সিম উদ্ধার করেন বলে ও জানা যায়। পরবর্তীতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত