কাপ্তাই উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

শিক্ষার্থীদের মাঝে দেশাত্ববোধক চেতনা জাগ্রত করা এবং শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনার লক্ষ্যে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশক্রমে সোমবার(১০ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা এবং ইউনিয়ন পর্যায়ের জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্হান অধিকারী প্রতিষ্ঠান সমুহেদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিরালা চাকমা, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই শিল্পকলা একাডেমির সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রথম স্হান বিজয়ীরা সোমবার (১০ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা পর্যায়ে অংশ নেন। উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ১২ টি দল অংশ নেন। এর আগে ইউনিয়ন পর্যায়ে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত