
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী এম.ভি পারিজাত ও এম.ভি.দোয়েল পাখি জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য তাদের চলাচলে আর কোন বাধা থাকল না। ১১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার টেকনাফ সেন্টমার্টিন নৌ পথে পুনরায় জাহাজ চলাচলের অফিসিয়াল আদেশ পায় বলে জানা যায়। এ ব্যাপারে কক্সবাজার বে অব বেংগল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও টুয়াক সভাপতি তোফায়েল অাহমেদের সাথে কথা বললে তিনি টেলিফোনে প্রতিবেদককে জানান, আল্লাহ তা’আলার অশেষ রহমতে জাহাজ দুটি পুনরায় চলাচলের অনুমতি পাওয়ায় ১২ ফেব্রুয়ারী’২০ ইংরেজী রোজ বুধবার হইতে পুনরায় সকল ট্যুর অপারেটরদের পর্যটক নিয়ে নিয়মিত চলাচল করবে ইনশাহআল্লাহ। তিনি আরও বলেন, পর্যটন শিল্প বিকাশে আমি দীর্ঘদিন থেকে সুনামের সহিত কাজ করে যাচ্ছি বিধায় আমার পর্যটন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমার একটাই উদ্যেশ্য হচ্ছে আমি পর্যটক থেকে পয়সা কম নেব তবে ভাল সার্ভিস দেব। এতে যদি কারও হিংসে হয় তাহলে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এতে আমার কোনকিছু আসে যায়না। পাশাপাশি এই হিংসে কিন্তু পর্যটন শিল্প বিকাশে একটা অশুভ সংকেত বলে আমি মনে করি। এছাড়া দীর্ঘদিন ধরে সকল ট্যুর অপারেটররা আমার সাথে ছিল এখনও আছে আগামীতেও থাকবে সেটা সবসময় প্রত্যাশা করছি। অবশেষে তিনি ষড়যন্ত্রের কবলে পড়ার কারণে এতদিন জাহাজ দুটির চলাচল বন্ধ থাকার জন্য সকল পর্যটক ও ট্যুর অপারেটরসহ সকলের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে, গত ২৫ জানুয়ারী’২০ ইংরেজী তারিখ রোজ শনিবার থেকে ষড়যন্ত্রের কবলে পড়ার কারণে জাহাজ দুটির চলাচল বন্ধ ছিল। পরে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চলাচলের অনুমতি পাওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারী থেকে জাহাজ দুটি পুনরায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলাচল করছে।