
নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি:
“শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদে এ উন্মুক্ত ভাতাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিন সহ সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।