প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০, ৭:৫১ অপরাহ্ণ
টেকনাফে সরাসরি স্পেশালবাস কেড়ে নিলো শিশুর প্রাণ

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় পর্যটকবাহী সরাসরি স্পেশাল সার্ভিস এক বাসের ধাক্কায় তাসনুর সোলতানা (৭) নামের ফুটফুটে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নুরুল বশরের মেয়ে। এই ঘটনায় হাইওয়ে পুলিশ বাসসহ চালককে আটক করেছে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নুরানী মাদ্রাসায় যাওয়ার পথে পর্যটকবাহী ওই বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক হারুন জানান, নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.