
কাপ্তাইপ্রতিনিধি ঃ
আমরা ক্লাশ করতে চাই,আমরা সকলে ক্লাশে ফিরতে চাই। আমাদের মাঠে নামতে বাধ্য করা হচ্ছে। কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের আন্দোলনরত শিক্ষার্থীরা উপরোক্ত বক্তব্য রাখেন। ২য় শিফটের শিক্ষার্থীদের দীর্ঘ দিন যাবৎ কোন ক্লাশ না হওয়ার ফলে বিভিন্ন কর্মসুচী এবং ক্যাম্পাস এলাকায় আন্দোলন করে চলছে। তারে ফলশ্রুতিতে রোরবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ১ম শিফটের সকল ক্লাশ বন্ধ করে দিয়ে সড়ক অবোরধ করে আন্দোলনের ডাক দেয়। এক পর্যায়ে প্রশাসনের সাথে আলাপচারিতার ফলে সড়ক থেকে সড়ে এসে ক্যাম্পাস এলাকায় আন্দোলন করে। আন্দোলনরত শিক্ষার্থী শাফিন সরকার,সাদমান হোসেন,সাগর হাসান,আমিনুর ইসলাম, সুকন্যা বড়–য়া ও সফিকুর রহমান জানান,২য় শিফটের ক্লাশ পুনরায় চালু,আলাদা শিক্ষক নিয়োগ,২য় শিফট নিয়ে যাতে কোন ধরনের বৈষম্য না হয় তার নিশ্চয়তা প্রদান, শিক্ষার্থী অনুযায়ী ব্যবহারিক সামগ্রী প্রদান,ল্যাব ও ক্লাশ রুম সংকট সমাধান করা,পর্যাপ্ত আবাসন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়। এদিকে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার আন্দোলনরত শিক্ষার্থীদের আশস্ত প্রদান করে বলেন, অচিরেই এর একটি সমাধান হবে। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে তাদের দাবী সমুহ জানিয়ে একটি স্বারক লিপি দেওয়ার কথা জানান আন্দোলনরত ছাত্র শাফিন সরকার।