
ফটিকছড়ি প্রতিনিধিঃঃ
ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ জেয়ারত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাউসুল আজম মাইজভাণ্ডারীসহ দরবার শরিফে অবস্থিত বিভিন্ন মাজার জেয়ারত করেন তিনি। এরপর সেখানেই জোহরের নামাজ আদায় করেন রেজাউল করিম চৌধুরী। এর আগে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ফটিকছড়ি পৌঁছালে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, খাদেম গাজী মো. সালাউদ্দিন, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আবু সায়েদ সুমন, এমইএস কলেজের সাবেক জিএস রাজ্জাক, ছাত্রনেতা নওফেল ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সোহেল প্রমুখ।