নেজাম উদ্দিন রানা, রাউজান :
অবশেষে আলোর মুখ দেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থেকে রাউজানের (পার্বত্য জেলার সীমানা) ঢালারমুখ পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করণ প্রকল্প। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫২৮ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পের ব্যয়ের পুরোটাই বহন করবে বাংলাদেশ সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক চলতি বছর থেকে ২০২১ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে।
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে চারলেনে উন্নীতকরনের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। একনেকে প্রকল্পটির অনুমোদনের পর রাউজানের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকল্পটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং রাউজানের সাংসদ, রেলপথমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।