ডেস্ক রিপোর্ট :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়াল এলাকায় ডাকাত দলের দু’পক্ষের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবী পুলিশের। আজ রোববার (১ মার্চ) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ছাগলনাইয়া মডেল থানার ওসি পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।