
টেকনাফ সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া বিএসসি পোস্টসংলগ্ন লবণ মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য আট কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, শনিবার ভোরে লেদা বিওপির একটি বিশেষ টহল দল নোয়াপাড়া বিএসসি পোস্টসংলগ্ন লবণ মাঠ এলাকায় টহলে যায়। এ সময় তিনজন লোককে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দেয় তারা। পরে বস্তাগুলো ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা। পরে ফেলে যাওয়া তিনটি বস্তার ভেতর থেকে দুই লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।