
আজকের কর্ণফুলী ডেস্কঃ
সাত মাস পর নিজেদের প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার টস জেতার পর ব্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। দিবারাত্রির ম্যাচটি সম্প্রচার করছে গাজী টেলিভিশন (জিটিভি)। গেল বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। এদিন দলপতি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ একাদশ।
এদিকে ২০১৮ সালে সব শেষ জাতীয় দলের হয়ে খেলা ওপেনার চামু চিবাবার কাছে দায়িত্ব দেয়া হয়েছে জিম্বাবুয়ের। দুই দলই নিজেদের শেষ পাঁচ ম্যাচ হেরেছে। অর্থাৎ এই ম্যাচ দিয়েই নতুন ৫০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় দলদুটি।
সিলেটের মাটিতে ২০১৮ সালে হওয়া একমাত্র ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখ-স্মৃতি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ
চামু চিবাবা (অধিনায়ক), থিনাসে কামুনহুকামওয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্রিস্টোফার এমপফু, কার্ল মুম্বা, ডোনাল্ড টিরিপানো ও আইন্সলে দলুভু।