মেহেরপুর প্রতিনিধিঃ
স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনে সাড়া দিচ্ছে না। জনগণ তাদের সঙ্গে নেই, তাই তারা আন্দোলনেও সফল হচ্ছে না। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, তার (খালেদা) জামিন আদালতের বিষয়। এক্ষেত্রে স্বরাস্ট্র মন্ত্রণালয় বা সরকারের কিছুই করার নেই। জেলে অন্যান্য বন্দিরা যেভাবে থাকেন খালেদা জিয়াও সেভাবেই থাকছেন। জেলকোড অনুযায়ী তাকে যেভাবে সুযোগ-সুবিধা দেওয়ার দরকার সবগুলোই তিনি ভোগ করছেন। তার সেবাদানকারী একজন নারী বিনা দোষে তার সঙ্গে অন্তরীণ রয়েছেন।খালেদার চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বেশি সুবিধা সম্বলিত দেশের সবচেয়ে বড় হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কাজেই তিনি চিকিৎসাসেবা পাচ্ছেন না, একথাটি যুক্তিযুক্ত নয়। তাকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেই বিচার বিভাগ তার আইনজীবীর দাবি মানছেন না। পুলিশের অনৈতিক কর্মকাণ্ডের বিচার ও এ বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এদেশেরই মানুষ। তারাও দু-একটি ভুল করতে পারে। পুলিশ ভুল করলে আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। ইতোমধ্যে দু’একজন অসাধু পুলিশ কর্মকর্তার বিচারে সাজাপ্রাপ্ত হওয়ার ঘটনা দেশের মানুষ দেখেছে। পুলিশ বলেই সে ছাড় পাচ্ছে না। পুলিশের সক্ষমতা ও দক্ষতা এবং আধুনিকায়নে সরকার সবকিছুই করেছে। বর্তমান পুলিশ ১০ বছর আগের সেই অবস্থানে নেই। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তিনি মুজিবনগর কমপ্লেক্সে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুর সামসুজ্জোহা পার্ক মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।