বিশেষ প্রতিনিধিঃ
আগামী ২রা মার্চ সোমবার চট্টগ্রামে যুবলীগের বিভাগীয় সভা মেটল সৈকতে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান খান নিখিল ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এ আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে চট্টগ্রামের যুবলীগের রোডম্যাপ নির্ধারণ করতে যুবলীগের এই শীর্ষ নেতৃত্ব চট্টগ্রামে আসছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটির ঘনিষ্ট সূত্র। উক্ত সভায় চট্টগ্রামের সকল ইউনিটের যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সংগঠনটি। দুপুর ২ টায় নগরীর মোটেল সৈকতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।গত বছর ২০১৯ সালের ২৩ শে নভেম্বর যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পরশ-নিখিল।
নির্বাচিত হওয়ার পর এটাই তাদের চট্টগ্রামে প্রথম সফর।