
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সোমবার(২ মার্চ) র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বছরের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হলো ” ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিবো”। সকারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন।আলোচনায় বক্তারা বলেন, একসময় এদেশে ব্যালেট ছিনতাই এবং বুলেট ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্ত আ’লীগ সরকার মানুষের ভোটার অধিকার ফিরে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।