পর্যটকবাহী জাহাজ টেকনাফ- সেন্টমার্টিন নৌপথে অক্টোবর মাসেই চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

গত বছরের ন্যায় জলসীমান্ত জটিলতা না থাকায় অক্টোবর মাসের প্রথম দিকেই টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়ে থাকবে বলে আবাস দিয়েছেন জাহাজ কতৃপক্ষ। উর্দ্ধতন কতৃপক্ষের নিকট হতে জাহাজ চলাচলের অনুমতি খুব শীঘ্রই মিলবে বলে আশা প্রকাশ করেন।

কক্সবাজার ট্যুরস এসোসিয়েশনের ( টুয়াক) জেনারেল সেক্রেটারী ও বে-ক্রুজ জাহাজের কক্সবাজার ইনচার্জ আসাফ উদ দুল আশিক জানান, জাহাজ মালিকদের সমন্বয়ে টুয়াকের অক্লান্ত প্রচেষ্টায় গতবছরও টেকনাফ -সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পেতে সক্ষম হয়েছি। জাহাজ চলাচলের অনুমতির ব্যাপারে এবারেও টুয়াকের পক্ষ থেকে অক্লান্ত প্রচেষ্টা চলছে। চলতি মাসেই আমরা টেকনাফ -সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়ে থাকব বলে আশা প্রকাশ করছি। অনুমতি পেলেই অক্টোবর মাসের প্রথম দিকেই জাহাজ চলাচল শুরু করে থাকবে।

এদিকে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও ক্রুজ এন্ড ডাইন জাহাজের টেকনাফ ইনচার্জ শাহা আলম জানান, উর্দ্ধতন কতৃপক্ষের যথাযত সময়ে অনুমতি পেলে আগামী অক্টোবর মাসের প্রথম দিকেই কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ জাহাজ দুটি চলাচল শুরু করবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত