নিজস্ব প্রতিবেদক :
সরকার রাষ্ট্রপরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে চসিক নির্বাচনে মেয়র প্রার্থী মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ২৯ ডিসেম্বর নির্বাচনে গণতন্ত্র হত্যা করে বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করে একের পর এক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ, পানির দামও বাড়িয়েছে। এতে গরীব ও মধ্যবিত্তদের পরিবারে দুর্যোগ নেমে আসবে।সোমবার (২ মার্চ) সকালে নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর,দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।ডা. শাহাদাত বলেন, বিরোধী দলকে দমন করতে যেয়ে দেশের সব মানুষের সুখ শান্তি নষ্ট করে দিয়েছে সরকার। দ্রব্য মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ দাম বাড়ায় মানুষের মনে শান্তি নেই। একটার পর একটার জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশের বর্তমান অবস্থা দেখে মনে হয় এই সরকার রাষ্ট্র পরিচালনায় সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সরকার।এই মেয়র প্রার্থী বলেন, এই সরকারের পতন অনিবার্য। আন্দোলন শুরু হলে পালানোর পথ পাবে না। অর্থনৈতিক ধস যেকোনো সময়ে নামবে, ব্যাংকের অবস্থা করুণ, ব্যবসা-বাণিজ্য বন্ধ, বেকার যুবকদের চাকরি নেই, তাহলে একটা দেশ কিভাবে চলে? জবাবদিহি না থাকার কারণে জনগণ দিশাহারা। তাদের দলীয় নেতাকর্মীদের বাসা এখন ব্যাংকে পরিণত হয়েছে। কেউ কেউ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, যা কোনোদিন এ দেশের জনগণ মেনে নেবে না।মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানসহ প্রমুখ।মানবন্ধনে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার বিএনপি নেতাকর্মী অংশ নেন।