
নিজস্ব প্রতিবেদক :
চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮ চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৮ জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজে ও হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মেডিকেলসহ আশপাশের এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় ভীতি বিরাজ করছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।অর্থপেডিকস সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা হামিদ বলেন, দুপুরের দিকে হঠাৎ মেডিকেলে ছুটাছুটি শুরু হয়। এর কারণে হাসাপাতালে চিকিৎসা সেবা কিছুক্ষণ বন্ধ ছিলো। মিনিটের মধ্যে হাসপাতালের বাহিরের দিক জনশুণ্য হয়ে পড়ে। রোগী এবং তাদের স্বজনদের পড়তে হয় বেকায়দায় হাসপাতালে নিরাপত্তা জোরদার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্য জহিরুল হক ভূইঁয়া।