আবু মোহাম্মদ রাজিবঃ
সাতকানিয়া থানার মাদার্শা ইউনিয়নের এমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ৩৪তম বার্ষিক সভা,পুরস্কার বিতরণ ও হিফ্জ সমাপ্তকারী হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারী ২০২০ তারিখে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমীনের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক জনাব শহীদুল ইসলামের সঞ্চালনায় এই মাহফিলে বক্তারা বলেন জান্নাত ও জাহান্নামে কারা যাবে সে ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞাত হওয়া সত্বেও মানুষের প্রতি নির্দেশ হলো, জান্নাতি আমল করে জান্নাত লাভের চেষ্টা করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য সব পাপাচার থেকে বেঁেচ থাকা। এজন্য আল্লাহ তাআলা মানুষকে জান্নাত-জাহান্নামের কাজ বোঝার জন্য বুদ্ধি ও জ্ঞান দান করেছেন এবং কাজের ইচ্ছা শক্তিও দিয়েছেন। অতএব, মানুষের দায়িত্ব হচ্ছে শরিয়তের আদেশ নিষেধ মেনে চলা। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব জামাল হোসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন ইসলামে অন্যকে উপহাস, তিরস্কার, মন্দ নামে ডাকা, তুচ্ছ তাচ্ছিল্য করা অত্যন্ত গর্হিত কাজ। এ ধরনের মন্দ স্বভাব-আচরনে মানুষ মানসিকভাবে খুব কষ্ট পায়। তাই এ ধরনের বদ-অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে। ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফারুক হোসেন এত েবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন ও যথাযত ব্যবহারের উপর নির্ভর করে। তাই ইসলাম রাষ্ট্রীয় সম্পদ যথার্থ ও ন্যায়সংগত ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব এ এম আমান উল্যাহ চৌধুরী। বক্তারা বলেন মুমিন হিসেবে অপর মুমিনের প্রতি অহেতুক কু ধারনা পোষন করা যাবেনা। প্রমান ছাড়া কারো প্রতি মন্দ ধারনা পোষন করা ইসলামের শিষ্ঠাচারের বহিভুর্ত কাজ। রাজঘাটা মাদ্রাসা লোহাগাড়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সৈয়দুল আলম আরমানী এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন । আরো ওয়াজ করেন আল্লামা মুফতি ইদ্রিস,মাওলানা মোহাম্মদ জেয়াবুল হক, মাওলানা নেছারুল হক ও হাফেজ মাওলানা জাকির হোসাইন। সভাশেষে বিশিষ্ট সমাজসেবী এএম রিয়াজ ভুট্টো ও আবুল কালামের পরিচালনায় তবরুক বিতরন করা হয়।