
কাপ্তাই প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সেবা প্রকল্প, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার(৩ মার্চ) ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মাঠে শিশু মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ওয়াগ্গা ইউনিয়নেন বিভিন্ন পাড়া কেন্দ্রের শতাধিক শিশু, কিশোর কিশোরি ও সকল পাড়া কর্মীরা অংশ নেন।
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সেবা প্রকল্পেরর রাংগামাটি জেলার প্রকল্প ব্যবস্হাপক মনজু মনস ত্রিপুরা। এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প ব্যবস্হাপক নীলুফার নাজনীন, ইউপি সদস্য অমল কান্তি দে, মাহাবুবর রহমান সহ প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্হাপকরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী পাড়া কেন্দ্রের শিশুদের বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরা হয় এবং সবশেষে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।