শিমুল হাছান:
চঁাদপুরের ফরিদগঞ্জ উপজেলার নারিকেল তলা এলাকায় দ্রুতগামী বাস ও ট্রাক্রে মুখোমুখি সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে কোন প্রানহানী ঘটেনি। তবে ওই সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১১টায়। আহত ব্যক্তিরা হলেন আব্দুল কাউয়ুম,মফিজ উদ্দিন, হাজেরা বেগম, মো. সুমনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানায়, আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি লক্ষীপুর থেকে চাঁদপুর যাচ্ছিল । পথিমধ্যে ফরিদগঞ্জের নারিকেল তলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত থেকে ধেয়ে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। বিকট শব্দের এ সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিদেরকে আনন্দ বাসের ভেতর থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছে ।