নীল রুমাল

নিজস্ব প্রতিবেদক

আরেফা রাব্বী মিলি

টুপ করে সেতো দেয় ডুব,
নীল নদীর তলে-
নীলের গহীনে-
নীলপদ্ম ঘেরাজলে চুপচাপ চুপ।

সাতরে বেড়ায় নীলের অতলে,
নীলাক্ত জলে-
দেখে নীল নয়নে
নীলাকাশটা মিশে ধূসরবেলাভূমিতে।

নীল শাড়িতে নীলাম্বরী সেজে,
নীলাদ্রী শেষমেশ-
নীল চৈতন্যে এসে-
নীলখাতায় আগুনের ফুলঝুরি ঝাড়ে।

নীল বিষে বিষাদের রং মেখে,
সজলে নীলনয়না-
নীল কষ্ট গুলো-
কুড়িয়ে রাখে গোপনে নীলরুমালেতে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত